ফ্রান্সের স্পাইডার-ম্যান: বহুতল ভবনে চড়াই যার নেশা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

বহুতল ভবনে চড়াই তার নেশা। রীতিমতো ‘স্পাইডার-ম্যান’ খেতাব পেয়েছেন তিনি। পঞ্চাশোর্ধ্ব বয়সে রীতিমতো মৃত্যুকেই যেন জয় করে নিয়েছেন তিনি।

অ্যালেন রবার্ট নামে ফ্রান্সের দুঃসাহসিক এই নাগরিক অল্প সময়েই চড়তে পারেন শতাধিক মিটার। তবে জার্মানিতে গিয়ে বিপত্তির মুখে শিকার হলেন তিনি।

ডেইলি সাবাহ জানায়, শনিবার সকালে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্র্যাংকফুর্ট একটি স্কাইপার বিল্ডিংয়ে চড়েন অ্যালেন। মাত্র ২০ মিনিটে ১৫৩ মিটার উঁচুতে উঠে যান ৫৭ বছর বয়সী এই ব্যক্তি।

তবে ভবন থেকে নামার সময় পুলিশ তাকে আটক করে। ঝুঁকি নিয়ে ভবন চড়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে ভবনের কোনো ক্ষয়ক্ষতি করেননি। এ জন্য শুধু জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া তাকে।

উঁচু ভবনে চড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখান অ্যালেন। যদি এ কাজ করতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার হতে হয়েছে তাকে।