শিশুকন্যাকে দত্তক নিলেন সিঙ্গল মাদার সাক্ষী তনওয়ার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৪ বার।

পঁয়তাল্লিশ বছর বয়সে ভারতীয় ছোটপর্দার পরিচিত ও জনপ্রিয় মুখ সাক্ষী তনওয়ার দত্তক নিলেন ৯ মাস বয়সি কন্যাশিশুকে। নাম দিয়েছেন ‘দিত্যা’।সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বাবা, মা ও বন্ধুবান্ধবদের পূর্ণ সমর্থন আছে তাঁর দত্তক নেওয়ার সিদ্ধান্তে। তাঁর জীবনে দিত্যার আগমনই শ্রেষ্ঠ মুহূর্ত, বিশ্বাস সাক্ষীর। 

সাক্ষীর জন্ম রাজস্থানের অলওয়ারে। ১৯৭৩ সালের ১২ জানুয়ারি। তাঁর বাবা রাজেন্দ্র তনওয়র ছিলেন সিবিআই-এর আধিকারিক। মা, গৃহবধূ। 

ভারতীয় বিনোদন দুনিয়ার সেই সব মুষ্টিমেয় নারীর মধ্যে‌ সাক্ষী একজন, যাঁরা সারাজীবন সিঙ্গল থাকার পরিকল্পনা করেছেন। 

১৯৯৮ সালে দূরদর্শনের সঞ্চালিকা হন সাক্ষী। এরপর সুযোগ পান একতা কপূরের ‘কহানি ঘর ঘর কি’ মেগা সিরিয়ালে। সিরিয়ালের নাম সার্থক হয়। সত্যি তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে সাক্ষী পৌঁছে গিয়েছিলেন দেশের কোণায় কোণায়। হয়ে উঠেছিলেন সবার প্রিয় ‘পার্বতী’। ভারতীয় বিনোদন দুনিয়ায় বহু আইকনিক সিরিয়ালের সঙ্গে জড়িয়ে আছে এই অভিনেত্রীর নাম। ‘কুটুম্ব’, ‘দেবী’, ‘জসসি জ্যায়সি কোই নেহি’, ‘বালিকা বধূ’, ‘কহানি হামারে মহাভারত কি’, ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’, ‘বালিকা বধূ’-র মতো জনপ্রিয় সিরিয়ালে সাক্ষী অভিনয় করেছেন। সুত্র-আনন্দবাজার পত্রিকা।