সদর থানা পুলিশের বিশেষ অভিযান

বগুড়ায় এক সপ্তাহে গ্রেফতার ২০৯

দোস্ত আউয়াল
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২৮ বার।

বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে এক সপ্তাহে ২০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২১শে সেপ্টেম্বর থেকে চলা ওই বিশেষ অভিযানে বিভিন্ন এলাকায় আসামী  গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করে সদর থানা পুলিশ। 


থানা সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সদর থানায় দায়েরকৃত মামলায়  ৮৩ জন, কোর্টে দায়ের হওয়া মামলায় ৫৭ জন, সাজাপ্রাপ্ত আসামী ৫ জন, মাদক বিক্রেতা ১৬ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

 
মাদকসহ গ্রেফতার হওয়া ওই আসামীদের কাছ থেকে পুলিশ ৩৭০ পিস ইয়াবা, ২০ লিটার চোলাই মদ, ৫৫০ গ্রাম গাঁজাসহ ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান পুণ্ড্রকথাকে জানান, গত এক সপ্তাহে চলা ওই বিশেষ অভিযানে এ পর্যন্ত মোট ২০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই বিশেষ অভিযান আগামী ৩০ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।


বগুড়া জেলা পুলিশের মিডিয়া বিভাগের মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী পুণ্ড্রকথাকে বলেন, ‘পুলিশ সদর দপ্তরের নির্দেশে অপরাধ দমন ও সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হচ্ছে। আগামীতেও এই ধরনের অভিযান চালানো হবে।