বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা ও চালের ডিও বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২০ বার।

বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অর্নাস কলেজের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

এছাড়া একই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সরকারিভাবে বরাদ্দ দেয়া জিআরের চালের ডিও বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার দলীয় স্থানীয় জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান। তিনি তাঁর বক্তৃতায় বলেন, 'বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। সেদিন সব ধর্মের মানুষই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তাই যার যে ধর্ম তা নির্বঘ্নে পালন করবেন, এতে কারো কিছুই বলার নেই।'

বর্তমান সরকার অসাম্প্রদায়িক দেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে তিনি আরো বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটিকে ধরে রাখতে হবে। দেশ ও জাতির উন্নয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

ওই সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনু। এছাড়ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর থানার ওসি হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বরেণ স্যানাল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু ।

পরে প্রধান ও আমন্ত্রিত অতিথিরা এই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে ৪৩ মেট্রিকটন জিআরের চালের ডিও বিতরণ করেন।

উল্লেখ্য: এবার এই উপজেলায় ৮৬টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।