বগুড়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

সচেতনতার মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধ করার প্রত্যয় নিয়ে বগুড়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিট কন্ট্রোল প্রোগ্রাম (সিডিজি) এর আয়োজনে রোববার সকাল ১০টায়  শহরের মোহাম্মাদ আলী হাসপাতাল চত্বরে এক শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রা শেষে দিবসটি উপলক্ষ্যে জেলা  সিভিল সার্জন কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য 'জলাতংক নির্মূলে টিকাদানই মূখ্য।' এসময় উপস্থিত ছিলেন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এটিএম নুরুজ্জামান, জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সামির হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী,  ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান  সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সেলিম হোসেন, ডাঃ ফারজানুল ইসলাম আব্দুল হান্নানসহ বিভিন্ন সরকারি ,বে-সরকারি এনজিওর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । আলোচনা সভায় জলাতঙ্ক আক্রান্ত প্রাণির বিভিন্ন লক্ষণ এবং তা প্রতিরোধে সবার যা করণীয় তা নিয়ে বক্তারা তুলে ধরেন।