বগুড়ার শেরপুরে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' কমিটি গঠনঃ সভাপতি মুকুল ও রায়হান সাধারণ সম্পাদক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৪ বার।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়ার শেরপুর উপজেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের ডিজে মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আগামি দুই বছরের জন্য সংগঠনটির উপজেলা কমিটির সভাপতি ফেরদৌস সরকার মুকুল ও আবু রায়হান জন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ফিরোজ সিদ্দিকী সবুজ, রেজাউল করিম শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান হ্যাপি, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও সহ-সাংগঠনিক সম্পাদক প্লাবন সরকার। এদিকে একই অনুষ্ঠানে শেরপুর পৌর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম শাকিল ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. বুলবুল হাসান।


এর আগে আমিনুল ইসলামের সভাপতিত্বে ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. নুরুন্নবী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ নুরুন্নবী, বগুড়া জেলা কমিটির সভাপতি এএইচএম সুলতান মাহমুদ প্রিন্স, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান। এছাড়া অন্যদের মধ্যে আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সদস্য শাহিন আকতার মেরাজ, মনিরুজ্জামান প্লাবন, নুরে আলম সানি প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।