বগুড়ার সাতমাথায় দইয়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭২ বার।

বগুড়ায় পন্যের মোড়ক ব্যবহার না করায় দায়ে দুই দই ঘরের মালিককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  রোববার বিকালে শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রোই মৌলী মন্ডল ও ফেদৌউস আরা। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।  এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেয়া হয়। 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাতমাথার ক্ষীরসা পাতা দই ঘরের মালিক দীপক চন্দ্র এবং দেব দই ঘরের মালিক মোঃ শামীমকে এক হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।