১/১১’র পুনরাবৃত্তি ঠেকাতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান: প্রধানমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫ বার।

ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সেজন্য নিজেই দুর্নীতি বিরোধী ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চলমান দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো অন্যায় হলে আমরাই ব্যবস্থা নেব। অপরাধী যে হোক, আমার দলের হলেও ব্যবস্থা নেওয়া হবে। বিচার করতে গেলে তো ঘর থেকে শুরু করতে হয়।’

তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেনের যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আমি আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি।... এতে আমার ওপর কেউ অখুশি হলেও কিছু করার নেই।’

শেখ হাসিনা বলেন, ‘কিছু মানুষ আছে যারা কর ফাঁকি দেবে, দুর্নীতি করে বেড়াবে; আবার তারা হালাল মাংসও খুঁজবে।’

এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘কিছু মানুষের অবস্থা আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তারা কাউকে পাত্তা দিতে চায় না।’

এসময় ব্যাংক ঋণে সুদের হার এক ডিজিটে নিয়ে আসার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে আরও কমানোর চিন্তা-ভাবনা আছে। কিন্তু সুদের হার কমালে একইসঙ্গে এফডিআর-এর মুনাফার হারও কমাতে হয়।