মেসি ব্যতিক্রমধর্মী, রোনালদো পরিপূর্ণ: কোহলি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৭ বার।

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। নিঁখুত টেকনিকের সঙ্গে দুর্দান্ত পরিশ্রম করার ক্ষমতা তাকে সবার থেকে আলাদা করেছে। ব্যাটিং স্টাইল, টেকনিক এবং দুর্দান্ত গতিতে রান তোলার কারণে সর্বকালের সেরা ব্যাটসম্যানের তালিকায়ও তাকে রাখেন কেউ কেউ। তবে কোহলি শুধু ক্রিকেট নিয়েই পড়ে থাকেন না। ফুটবলেরও খবর রাখেন। ফুটবল তার খুবই প্রিয় খেলা। তাকে তাই সময়ের সেরা ফুটবলার নিয়ে কথা বলতে হলো।

টাইমস অব ইন্ডিয়াকে কোহলি বলেন, 'কঠিন প্রশ্ন। আমার মতে, রোনালদো সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার।' মেসিকে নিয়ে তিনি বলেন, ডান ও বাম পা দিয়ে, গতি এবং ড্রিবলিং মিলিয়ে মেসি অসাধারণ ফুটবলার। তার মতো করে গোল করতে আমি কাউকে দেখিনি। ফুটবলে তিনি একটা বিপ্লব এনে দিয়েছেন। বিশেষ জায়গা দখল করে নিয়েছেন। তবে আমার দলে যদি একজনকে নেওয়ার সুযোগ থাকে তবে তিনি হবেন ক্রিস্টিয়ানো রোনালদো।'

পর্তুগিজ যুবরাজকে পছন্দ করার কারণ হিসেবে কোহলি সাবেক এই রিয়াল ফুটবলারের পরিশ্রম করতে পারা এবং ভালো খেলার মানসিকতার কথা উল্লেখ করেন। নিজের ক্যারিয়ারে কোহলিও খুবই পরিশ্রম করেন। এছাড়া তিনি মনে করেন, সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য সবাইকেই পরিশ্রম করতে হয়। তবে রোনালদো সেই মাপকাঠিতে সবার চেয়ে আলাদা। 

ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন, 'রোনালদো আসলে আমার ব্যক্তিগত পছন্দ। মেসি ব্যতিক্রমধর্মী এক ফুটবলার। প্রকৃতি প্রদত্ত এক প্রতিভা। তার প্রতিভা দ্বিতীয় কারো নেই।' এখানে সেরা ফুটবলার বেছে নেওয়ার ক্ষেত্রে মাঠে প্রতিটা মিনিট উজাড় করে দেওয়ার মানসিকতাই রোনালদোকে সবার থেকে এগিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন কোহলি, 'সর্বোচ্চ পর্যায়ে খেলতে গেলে প্রতিভা সবারই থাকে। কিন্তু সেরাটা উজাড় করে দেওয়ার আগ্রহ তার মতো কারো নেই।'