চিকিৎসক না হয়েও তিনি করেছেন ১০ হাজার অস্ত্রোপচার!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ ১০:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪০ বার।

ভুয়া এমবিবিএস ডিগ্রি নিয়ে ১০ বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন ভারতের উত্তরপ্রদেশের ওম পাল শর্মা।

শুধু তাই নয়, এরই মধ্যে করেছেন ১০ হাজার অস্ত্রোপচারও। অবশেষে ওই ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। খবর এনডিটিভির।

এ বিষয়ে উত্তরপ্রদেশের শাহারানপুরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওম পাল শর্মা ব্যাঙ্গালুরুর রাজেশ আর নামের এক চিকিৎসকের কাছ থেকে ভুয়া ডিগ্রি নিয়ে গত ১০ বছর ধরে চিকিৎসাসেবার মতো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন।

প্রতারণার মাধ্যমে অভিযুক্ত শর্মা কর্নাটক মেডিকেল কাউন্সিলে নিজের নাম নিবন্ধনও করিয়েছিলেন।

পাশাপাশি তিনি একটি সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, তার পরিচালিত নার্সিং হোমে অন্তত ৭০ হাজার অস্ত্রোপচার করা হয়েছে।