উন্মোচিত হচ্ছে কাতার বিশ্বকাপের ভেন্যু ‘মরুভূমির হীরক’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ ১০:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৬ বার।

আগামী ফুটবল বিশ্বকাপের জন্য আট ভেন্যুর তৃতীয়টি উন্মোচন করতে যাচ্ছে স্বাগতিক কাতার। ১৮ ডিসেম্বর ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের মধ্য দিয়ে ভেন্যুটির উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।

চল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এডুকেশন সিটি নামের স্টেডিয়ামটি এরই মধ্যে ‘মরুভূমির হীরক’ নামে খ্যাতি পেয়েছে। এটির অবস্থান দোহা থেকে সাত কিলোমিটার দূরে। এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ২০২২ বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ। ১১ ডিসেম্বর শেষ হবে ভেন্যুটির সব ধরনের নির্মাণকাজ।

‘মরুভূমির হীরক’ নামে খ্যাতি পাওয়া এডুকেশন সিটিতে প্রথম ম্যাচে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ও কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ জয়ী মন্টেরেরি।

বিশ্বকাপের জন্য এরই মধ্যে দুটি বিশ্বকাপ উদ্বোধন করেছে কাতার। মে মাসে সম্পন্ন হয় একেবারে নতুন করে নির্মিত আল-জানোব স্টেডিয়াম। আর ১৯৭৬ সালে নির্মিত খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ২০১৭ সালে করা হয় পুনর্নির্মাণ। তিনটি স্টেডিয়ামের অবস্থান দোহা থেকে সর্বোচ্চ ১২ কিলোমিটারের মধ্যে।

২০২১ সালের মধ্যে সবগুলো স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ও আয়োজক কাতার।