বগুড়ায় আ’লীগ সভাপতিকে নিয়ে জেলার উন্নয়নে এক গুচ্ছ প্রকল্প বাস্তবায়নের তাগিদ বিএনপি সাংসদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ ১৩:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬৭ বার।

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেনকে পাশে নিয়ে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এক গুচ্ছ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংযোগ সড়ক নির্মাণ, করতোয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে আগের মত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন, শহরের ভেতর থেকে রেল লাইন স্থানান্তর, বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করণ এবং চেলোপাড়া ব্রীজ প্রশস্তকরণের দাবি জানান। এর পাশাপাশি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকুবল হোসনকের সহযোগিতা চান। সাংসদ সিরাজ বলেন, ‘আমি বগুড়ার উন্নয়নে সব দল-মতের মানুষকে পাশে চাই।’ জবাবে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন বলেন, ‘বগুড়ার উন্নয়নে আমরা সব সময়ই সচেষ্ট রয়েছি। সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ যেসব প্রকল্প বাস্তবায়নের কথা বলছেন সেগুলোর সঙ্গে আমি এবং আমার দলও একমত।’
 বিএনপি দলীয় সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ সরকারের পক্ষ থেকে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের প্রশংসা করে বলেন, ‘আমরা আজ সরকারের বিরুদ্ধে বলবো না। আজ সরকারের ভাল কথাগুলোই বলবো। জনগণ জুয়া-হাউজি ও ক্যাসিনোর বিরুদ্ধে। সরকারের অভিযানে জনমনে আশার আলো সঞ্চার হয়েছে।’ তবে ক্যাসিনো কা-ের অন্যতম হোতা যুবলীগ নেতা স¤্রাট এখনও গ্রেফতার না হওয়ায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাকে এখনও গ্রেফতার করা হয়নি। এটা নিয়ে জনমনে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। তবে আমরা আশাকরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ছাড়বেন না। কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনে বর্ণিত প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি সংসদেও উত্থাপন করা হবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনে বিএনপি দলীয় সাংসদ মোশারফ হোসেন, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা।