বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ ২ ব্যক্তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ ১০:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৭ বার।

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা হলেন- সদর উপজেলার নিশিন্দারা খাঁ পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল খালেক (৩৭) ও কৈপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে  আহসান হাবিব (৪২)। মঙ্গলবার বিকেলে শহরের মালতিনগর এসপি ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি তারা দু’জনেই মাদক ব্যবসায়ী। বুধবার দুপুরে ডিবি’র পক্ষ  থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ওই অভিযানের খবর জানানো হয়।

বগুড়ায় ডিবি’র ইন্সপেক্টর আছলাম আলী জানান, মঙ্গলবার বিকেল পৌণে ৫টার দিকে তাদের কাছে খবর আসে যে, এসপি ব্রীজ এলাকায় জনৈক আমিনুলের চায়ের দোকানের সামনে ইয়াবা বিক্রি হচ্ছে। খবরটি পাওয়ার পর পরই তারা সেখানে অভিযান চালান।  তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল খালেক ও আহসান হাবিব পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পাকড়াও করার পর আব্দুল খালেকের  প্যান্টের ডান পকেটের ভেতর থেকে বিশেষভাবে তৈরি করা ৯টি প্যাকেটে রাখ ১ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া আহসান হাবিবের প্যান্টের ভেতর থেকে আরও ২০০ পিস ইয়াবা মেলে। আব্দুল খালেকের বিরুদ্ধে মাদকের আরও ৬টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।