বিশ কোটি টাকার সোনায় মোড়ানো প্রতিমা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ ১৩:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৮ বার।

দুর্গাপূজাকে ঘিরে উৎসবমুখর কলকাতা। মহালয়ার মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতাও শুরু হয়েছে। পাড়ায় পাড়ায় প্রতিমা দেখার ঢল শুরু হবে দুই দিন পরেই।

জি নিউজ জানায়, কলকাতায় এবার পুজোয় সবচেয়ে বড় চমক সোনার দুর্গা। সন্তোষ মিত্র স্কয়ারের মণ্ডপের জন্য বানানো হয়েছে সোনায় মোড়ানো এই দুর্গা ।  

শিল্পী মিন্টু পাল এই প্রতিমার কারিগর। সোনা দিয়ে এই মূর্তি বানাতে খরচ পড়েছে ১৭ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ২০ টাকারও বেশি। 

উদ্যোক্তাদের দাবি, এতদিন মায়ের মাথার মুকুট, হাতে বালা ইত্যাদি সোনার তৈরি হতো। এবার সোনার পাত দিয়েই তৈরি হয়েছে সম্পূর্ণ প্রতিমাটি।

প্রতিমা গড়তে সোনা লেগেছে ৫০-৬০ কিলোগ্রাম। প্রতিমার অস্ত্র তৈরি হয়েছে রুপা দিয়ে। ইতিমধ্যে সোনার দুর্গা দেখতে চতুর্থী থেকেই মণ্ডপে উপচে পড়ছে ভিড়।