শাহ আমানতে সুইপারের জুতায় মিললো ৩৬ স্বর্ণবার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ ১৩:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের মো. ইলিয়াস নামের এক সুইপারের জুতার ভেতরে ৩৬টি স্বর্ণবার পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। বুধবার সকাল ১১টায় ফ্লাই দুবাইয়ের 'এফজেড ৫৮৯' ফ্লাইটের পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার জুতার মধ্যে লুকানো স্বর্ণবারগুলোর সন্ধান পান শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। এরপর তাকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটটি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন মো. ইলিয়াস। কাজ শেষে করে বের হওয়ার সময় তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার জুতা ও মোজারে ভেতরে প্রায় সোয়া ৪ কেজি ওজনের ৩৬টি স্বর্ণের বার পাওয়া যায়। ওই সুইপারকে অটক ও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।