চীনে ফোন কারখানা বন্ধ করে দিল স্যামসাং

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৮ বার।

চীনে মোবাইল ফোন উৎপাদন বন্ধ করে দিয়েছে স্যামসাং। বুধবার বিশ্বের স্মার্টফোনের সবচেয়ে বড় মার্কেটে নিজেদের উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

রয়টার্স জানায়, শ্রমমূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার কারণে চীন থেকে ফোন উৎপাদনের কারখানা অন্যত্র সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল স্যামসাং। এর আগে অন্যান্য পণ্যের কারখানাও চীন থেকে সরিয়ে নেয় কোম্পানিটি।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর হুইঝুতে সর্বশেষ কারখানাটিতে জুনে উৎপাদন কমিয়ে ফেলে স্যামসাং। এখন সেটি পুরোপুরি সেটি বন্ধ হয়ে গেল।

এদিকে সনিও জানিয়েছে, বেইজিংয়ে ফোন কারখানাও বন্ধ করে দিচ্ছে। শুধু থাইল্যান্ডেই স্মার্টফোন উৎপাদন করবে জাপানি প্রতিষ্ঠানটি। 

চীনের শ্রমমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা সেই সঙ্গে চীনা পণ্যের দাম অপেক্ষাকৃত কম হওয়ায় দেশটিতে স্যামসাংয়ের ব্যবসা পড়ে যায়।

বাজার বিশ্লেষকদের মতে,  চীনের মানুষ নিজের দেশের কোম্পানি থেকে অল্পদামে বেশিদিন টিকে এমন ফোন পাচ্ছে। সেখানে স্যামসাংয়ের আশা ক্ষীণ হয়ে গিয়েছিল।