প্রথম দিনে ভারতের একটি উইকেটও ফেলতে পারল না প্রোটিয়ারা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ ১৪:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬০ বার।

কাগিসো রাবাদা, ভারনন ফিলেন্ডার, কেশভ মহারাজ-দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের বড় বড় নামগুলো শুধু ‘নাম’ হয়েই থাকলো। বিশাখাপত্তমে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের দুই ওপেনারকেই বিপদে ফেলতে পারলেন না তারা।

ওপেনিংয়ে প্রমোশন পেয়ে চোখ ধাঁধানো এক সেঞ্চুরি তুলে নিলেন রোহিত শর্মা। সঙ্গী মায়াঙ্ক আগারওয়ালও সেঞ্চুরির দ্বারপ্রান্তে। এই যুগলের ব্যাটে চড়ে বিনা উইকেটে ২০২ রান তুলে দিন শেষ করেছে ভারত। রোহিত ১১৫ আর আগারওয়াল ৮৪ রানে অপরাজিত আছেন।

ছয় বছর আগে নিজের অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। এরপর ঠিক সেভাবে এগোয়নি তার টেস্ট ক্যারিয়ার। রোহিতকে মিডলঅর্ডারে ব্যাটিং করানোর কারণে কম সমালোচনা সইতে হয়নি ভারতীয় টিম ম্যানেজম্যান্টকেও।

তাই এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে প্রথমবারের মতো রোহিত শর্মাকে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের টিম ম্যানেজম্যান্ট। আর এ সিদ্ধান্তে প্রথম ইনিংসেই বাজিমাত করেছেন রোহিত, হাঁকিয়েছেন সেঞ্চুরি।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর শুরু থেকেই দক্ষিণ আফ্রিকান বোলারদের দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল। প্রথম দিনের পুরোটা সময় এভাবেই খেলেছেন তারা।

পুরোটা সময় বললে অবশ্য ভুল হবে। বৃষ্টির কারণে শেষ সেশনে খেলাই হয়নি। ৫৯.১ ওভার খেলা হওয়ার পর আলোকস্বল্পতায় বন্ধ করতে হয়। পরে বৃষ্টি নামলে তৃতীয় সেশনে এক বলও মাঠে গড়ায়নি।