‘সুইসাইড নোট’ লিখে শাবি শিক্ষার্থীর আত্মহত্যা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ ১১:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী ‘সুইসাইড নোট’ লিখে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত শিক্ষার্থীর নাম বকুল দাস (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্ট্যাডিস (পিএসএস) বিভাগের ২য় বর্ষের ছাত্র। শাহ পরান আবাসিক হলের বি ব্লকের ১২০ নম্বর রুমে থাকতেন বকুল। খবর সমকাল অনলাইন 

শাবি প্রক্টর অধ্যাপক জহীর উদ্দীন আহমদ বলেন,থানা থেকে বলা হয়েছে বকুল বিষ পানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।

জালালাবাদ থানার ওসি শাহ হারুন উর রশীদ বলেন, আত্মহত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত চলছে, তদন্তের আগে আমরা কোন মন্তব্য করতে পারছি না।

নিহত বকুলের রুমমেট জানান, বুধবার রাত দেড়টার দিকে বকুল রুমের মধ্যে বমি করতে থাকে। তখন তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বকুল তাদেরকে জানিয়েছিল সে বিষ পান করেছে। এরপরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মারা যায় বকুল।

নিহত বকুলের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সোয়াগাঁও গ্রামে।