আড়াই লাখ মানুষকে প্রশিক্ষণ দেবে গুগল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ ০৭:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

দুই লাখ ৫০ হাজার আমেরিকানকে প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে গোলটেবিল বৈঠকের পর এই ঘোষণা দেন।

ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা আমেরিকানদের প্রযুক্তি বিষয়ে আরও দক্ষ করে গড়ে তুলতে নানা কার্যক্রম হাতে নিয়েছেন। পিচাই জানিয়েছেন, আমেরিকান কর্মীদের জন্য এই কার্যক্রমেও তারা চুক্তিবদ্ধ হবেন।

হাইস্কুলের বয়স থেকে অবসরের কাছাকাছি ব্যক্তিদের প্রযুক্তি বিষয়ে শিক্ষা দেবে গুগল। পিচাই বলছেন, ২০২০ সালের শেষ পর্যন্ত তারা আমেরিকার ১০০ স্কুলের সঙ্গে কাজ করবেন।

ইভাঙ্কা সাংবাদিকদের বলেন, ‘যারা কোর্স পরিবর্তন করে নতুন কিছু শিখতে চায় এই আইডিয়া তাদের কাজে আসবে। পরবর্তী প্রজন্মকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিতে চাই।’

কর্মীদের প্রযুক্তি বিষয়ক চাকরির জন্য উপযুক্ত করে গড়ে তুলতে দুই বছর আগে গুগল ১ বিলিয়ন ডলারের কর্মসূচি হাতে নেয়।

হোয়াইট হাউজের সঙ্গে গুগলের এই চুক্তি হয় কঠিন এক সময়ে, যখন দেশটির ফেডারেল ট্রেড কমিশন তাদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনে। বড় অঙ্কের জরিমানাও দিতে হয় তাদের।