ধুনটে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ ১৩:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৯ বার।

নির্বাচনে ভোট প্রদান ও জাতীয় পরিচয়পত্র পেতে হলে ভোটার হতে হবে সবার আগে, এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় ধুনট উপজেলা নির্বাচন অধিদপ্তরের উদ্যোগে নিমগাছী ইউনিয়নের সোনাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। 

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকার, নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন, প্রধান শিক্ষক তোজাম্মেল হক ও এসএম হাসান মুনছুর প্রমুখ। 

উল্লেখ্য, নিমগাছী ইউনিয়নে ৪ অক্টোবর হতে আগামী ৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫ পর্যন্ত ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে।