ক্রাইস্টচার্চের সেই মসজিদে ফের বাংলাদেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ ১৩:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৭ বার।

মৃত্যুর হাতছানি দেখে যেখান থেকে ফিরে এসেছিল জাতীয় দল, ঠিক সেখানে আবার দেখা গেল যুবদলকে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের সেই আল-নূর মসজিদে বৃহস্পতিবার নামাজ পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এ মসজিদেই গত ১৫ মার্চ নারকীয় হত্যাযজ্ঞ চালায় এক যুবক। সেদিন প্রাণ হারান পঞ্চাশের বেশি সাধারণ মানুষ। তখন সেখানে নামাজ পড়ার কথা ছিল তামিম ইকবালদের। কিন্তু মাঠের সংবাদ সম্মেলনে দেরি হয়ে যাওয়ায় খেলোয়াড়রা পরে রওনা হন। গুলি চলার সময় মসজিদের প্রবেশমুখে এক নারী তাদের সতর্ক করলে সবাই ফিরে আসেন।

নৃশংস ওই ঘটনার পরপরই বাংলাদেশ দল সফর অসমাপ্ত রেখে ফিরে আসে দেশে। সাত মাস পরে সেই ক্রাইস্টচার্চে গেল যুবারা। শুক্রবার সেখানে জুমার নামাজ আদায় করেছে পুরো দল।

২৯ সেপ্টেম্বর থেকে শহরটিতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ।

ইতিমধ্যে দুই ম্যাচ হয়ে গেছে। দুটিতেই জয় পেয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ৬, ৯ এবং ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।