দূর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ায় সুবিধা বঞ্চিত শিশুদের নতুন পোষাক দিলেন এসপি

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ ১৫:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৫ বার।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বগুড়ায় পুলিশের সহযোগিতায় নতুন পোষাক পেল সুবিধা বঞ্চিত ২০০ শিশু। শুক্রবার সকালে শহরের চেলোপাড়া এলাকায় দূর্জয় ক্লাব প্রাঙ্গণে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা শিশুদের হাতে নতুন পোষাক তুলে দেন। এ সময় তিনি বলেন, ‘সকল বৈষম্য ভুলে ধর্মীয় সম্প্রীতিতে সকলের মুখে হাসি ফুটিয়ে প্রশান্তি পাওয়া যায় তা দিয়েই শারদীয় উৎসবের প্রকৃত সুখ অর্জিত হয়। শারদীয় দুর্গাপূজায় তাইতো একে অপরের সাথে নিজেদের সুখ এবং আনন্দ ভাগ করার মাঝেই প্রকৃত প্রশান্তি নিহিত।’
ক্ষুদে শিক্ষার্থীদের সংগঠন ‘মিতালী’ আয়োজিত পোষাক বিতরণ অনুষ্ঠানে আরও যাঁরা উপস্থিত ছিলেন তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, সহকারি পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, কুদরত-ই খুদা শুভ ও রাজিউর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব শাহাদৎ আলম ঝুনু, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, ইন্সপেক্টর জামিরুল ইসলাম,  জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য নজরুল ইসলাম রঞ্জা ও বিধান চন্দ্র সিংহ, জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ ও সাধারণ সম্পাদক ডা. সুজিত কুমার তালুকদার। 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিতালী সংগঠনের প্রিয়াংকা সরকার, সঙ্গীত ভৌমিক, সিয়াম, অনামিকা ও শিমু।