বাঙ্গালী নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের ফসল তলিয়ে যাচ্ছে

সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ ১২:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯২ বার।

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দির নিকট বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার হাটশেরপুর ,নারচী ,সারিয়াকান্দি সদর ,ফুলবাড়ী ,ভেলাবাড়ী ,কতুবপুর ইউনিয়ন ও সারিয়াকান্দি পৌর এলাকার বাঙ্গালী তীরবর্তী নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে । ফলে নদী তীরবর্তী এলাকার রোপা আমন , মাসকলাই , শাকসবজি বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে । উপজেলা কৃষি অফিস সূত্র জানায় ,বন্যায় ও অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলের ৯০ হেক্টর জমির রোপা আমন ,১৫ হেক্টর মাসকলাই বন্যার পানিতে আক্রান্ত হয়েছে । পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।