ঢাকের তালে বগুড়ায় পূজা উদযাপন পরিষদের শারদীয় শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ ১২:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৪ বার।

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে বগুড়ায় ঢাকের তালে ও সানাইয়ের সুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের সাতমাথা থেকে শুরু হওয়া শারদীয় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দত্তবাড়ি হয়ে চেলোপাড়া দূর্জয় ক্লাবে সমাপ্ত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার রায় এবং পৌর কমিটির সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজের নেতৃত্বে উত্তরবঙ্গে সর্বপ্রথম আয়োজিত উক্ত শারদীয় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু । প্রায় ৫০ টি ঢাক এবং ২ শতাধিক সনাতন ধর্মালম্বীদের পদচারণায় অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের উক্ত শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, সদর ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, বগুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী, জাতীয় ক্রিড়াবীদ গোপাল তেওয়ারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সহ-সভাপতি যথাক্রমে অতুল কুমার সাহা, গোপাল চন্দ্র পালিত শংকর ও দিপক রায় দিপু, সাধারণ সম্পাদক ডা: সুজিত কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সঞ্জু রায় ও মিথন রায়, প্রচার সম্পাদক নীতি সরকার, দপ্তর সম্পাদক অরুপ রতন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পদক রাজকুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক চন্দন কুমার, সহ-সাংগঠনিক সম্পাদক লব প্রসাদ, সমাজকল্যাণ সম্পাদক বিদ্যুৎ কুমার পাল, রঞ্জন কুন্ডু, পল্টন দাস, জয় কুমার দাস প্রমুখ। র‌্যালী পরবর্তী চেলোপাড়া দূর্জয় ক্লাবে শারদীয় শুভেচ্ছা বিনিময় কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন ঢাকঢোল ও সানাইয়ের তালে বগুড়াতে অনুষ্ঠিত উক্ত শারদীয় শোভাযাত্রার মাধ্যমে সারাদেশে একটি নতুন ইতিবাচক অধ্যায়ের সূচনা হলো যা অসাম্প্রদায়িক বাংলাদেশে ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিটি স্থানে ছড়িয়ে পরবে। শারদীয় দুর্গোৎসবে সকলের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত শোভাযাত্রা ভবিষ্যতে বগুড়ায় যুগের পর যুগ চলমান থাকবে মর্মে আশা প্রকাশ করেন আয়োজক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ।