ধর্মঘট অমান্য করায় কর্মীর দাঁত ভাঙ্গলেন নেতা!

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮ ১৩:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১১ বার।

বগুড়ার শেরপুরে ধর্মঘট অমান্য করে কাজে যোগ দেওয়ায় রুহুল আমিন (২৫) নামে এক দোকান কর্মচারীর মারপিট করে তার দাঁত ভেঙ্গে দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শেরশাহ্ নিউ মার্কেটে ওই ঘটনা ঘটে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন অভিযোগ করেছে, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জরিপের নেতৃত্বে ৩/৪জন তার ওপর হামলা চালিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা জানে। তবে কে লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার পূর্ণদিবস ছুটিসহ সাত দফা দাবি আদায়ে স্থানীয় কর্মচারী ইউনিয়নের ডাকে দোকানগুলোতে ধর্মঘট পালন করা হচ্ছে। সংগঠনের সবাই এই কর্মসূচি পালন করলেও শেরশাহ্ নিউ মার্কেটে মোহন কসমেটিক্স নামে একটি দোকানের কর্মচারী রহুল আমিন সোমবার যথারীতি কাজে যোগদান করেন। খবর পেয়ে কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জরিপের নেতৃত্বে ৩-৪জন ব্যক্তি ওই দোকানে গিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা পড়ে। বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করাসহ তার দাঁত ভেঙ্গে দেয়। পরে রহুল আমিনের চিৎকারে মার্কেটের ব্যবসায়ীরা গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

ঘটনার পর থেকে অভিযুক্ত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জরিপ পলাতক রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। সংগঠনের সভাপতি ওমর ফারুকের দাবি করেছেন, জরিপের সঙ্গে রুহুল আমিনের বাক-বিতণ্ডা হয়েছে কিন্তু কোর মারামারির ঘটনা ঘটেনি।

শেরপুর থানা সাব ইন্সপেক্টর রাব্বী হাসান জানান, ওই  ঘটনার খবর তিনি মৌখিকভাবে শুনেছেন। তিনি বলেন, ‘লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’