শেরপুরে শারদীয় দুর্গোৎসবে দেশ ও জাতির কল্যাণ কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ ১৩:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩৩ বার।

বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গোৎসবে মহাষষ্ঠীতে  শুক্রবার  সন্ধ্যায় দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পৌর শহরের টাউন বারোয়ারি পূজামণ্ডপে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্বপন কুমার কুণ্ডু সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারদলীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন শেরপুর পৌনসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কু-ু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, নাজমুল আলম খোকন, সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম। এছাড়া অন্যদের মধ্যে টাউন বারোয়ারি পূজা ম-পের নেতা বরেন চন্দ্র স্যানাল, তাপস মালাকার, প্রকাশ সরকার, অপরেশ চন্দ্র বসাক, রামকৃষ্ণ মোহন্ত, তাপস বসাক প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এমপি হাবিবর রহমান টাউন বারোয়ারি দুর্গোৎসবের উদ্বোধনসহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।