নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হওয়ায় ২১ রোহিঙ্গাকে কারাদণ্ড দিল মিয়ানমার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ ১৪:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

মিয়ানমারে এয়াইরোয়াদি অঞ্চলের একটি আদালত ২১ জন রোহিঙ্গাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।

নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হওয়ায় সেপ্টেম্বরের শেষের দিকে রাখাইন রাজ্য সংলগ্ন রাজ্যটিতে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম ইরাবতী জানায়, এয়াইরোয়াদি অঞ্চলের পাথিয়েন-এনগা ইয়োকে কাউং সড়ক থেকে একটি গাড়ি থেকে নারী ও শিশুসহ ২৯ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, তাদের কাছে নাগরিকত্ব প্রমাণে কোনো নথিপত্র ছিল না।

স্থানীয় একজন বাসিন্দাদের মতে, তারা রাখাইন রাজ্য থেকে আসছিলেন। সমুদ্রপথে নৌকা করে দেশটি ছাড়তে এই রুট ব্যবহার করছিল তারা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন নারী এবং ছয় পুরুষকে দুই বছরের কারাদণ্ড দিয়ে পাথিয়েন কারাগারে পাঠানো হয়েছে। আটজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় দুই বছরের জন্য তাদের একটি ট্রেইনিং স্কুলে পাঠানো হয়েছে।