কঙ্গনার গুরু ইনি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ ১৪:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকের তামিল শিরোনাম ‘থালাইভি’, হিন্দিতে ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করছেন বলিউডের কঙ্গনা রনৌত। এই ছবির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন বিখ্যাত তামিল অভিনেতা অরবিন্দ স্বামী। 

দক্ষিণ ভারতের পাশাপাশি একাধিক হিন্দি সিনেমার এই নায়ককে দেখা যাবে এমজি রামচন্দ্রন চরিত্রে। যাকে ভাবা হয় জয়ললিতার অন্যতম রাজনৈতিক গুরু।

আগেই জানা গেছে, সিনেমাটি পরিচালনা করছেন আল বিজয়। এবার প্রকাশ হলো আরেক গুরুত্ব চরিত্রের নাম।

রামচন্দ্রনও এক সময় নামী অভিনেতা ছিলেন। পরবর্তীতে রাজনীতিতে নাম লেখান। যাকে ভক্তরা এমজিআর নামে চিনতেন। ১৯৭২ সালে ডিএমকে ত্যাগ করে নিজের দল এআইএডিএমকে গড়ে তোলেন তিনি। ১৯৭৭ সালে রাজ্যের ক্ষমতায় আসেন। এর পর মৃত্যুর আগে পর্যন্ত টানা এক দশক মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এমজিআর মারা যান ১৯৮৭ সালের ২৪ ডিসেম্বর। তার হাত ধরেই রাজনীতিতে আসেন জয়ললিতা।

মজার বিষয় হলো, তামিল ইন্ডাস্ট্রিতে সফল জুটি ছিলেন এমজিআর ও জয়ললিতা। ১৯৬৫ থেকে ১৯৭৩ সালের মধ্যে তারা ২৮টি হিট সিনেমা উপহার দেন।

‘থালাইভি’র নির্মাতারা এমজিআর চরিত্রে এমন কাউকে চাইছিলেন যিনি হিন্দি, তামিল ও তেলুগু অনর্গল বলতে পারেন। আর অভিনেতা হিসেবে অরবিন্দ ইতিমধ্যে পরীক্ষিত।

‘থালাইভি’র কাহিনি লিখেছেন ‘বাহুবলি’ ও ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’-খ্যাত কে ভি বিজয়েন্দ্র প্রাসাদ।

ইতিমধ্যে সিনেমাটির কাজ শুরু হয়ে গেছে। নির্মাতারা জানান, অরবিন্দ ১৫ নভেম্বর ক্যামেরার সামনে দাঁড়াবেন।