বগুড়ার তালোড়ায় ছাত্রীদের নিয়ে আরসিএ'র স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮ ১৫:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০০ বার।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় শিক্ষার্থীদের  বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ প্রদান এবং তাদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। রোববার সকালে স্থানীয় আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে অলাভজনক প্রতিষ্ঠান ‘রিহ্যাবিলিটেশন ফর অ্যাবিউজড্ চাইল্ড’ -(আরএসি) এবং স্যোশাল মার্কেটিং কোম্পানী (এসএসসি) ওই কর্মসূচির আয়োজন করে  ।  এতে মেয়েদের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক পরামর্শ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন আদমদীঘি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  ডা: শফিকুল করিম তালুকদার।

পরে আরএসি’র পক্ষ থেকে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়া এসএমসি’র পক্ষ থেকে স্কুলের উপস্থিত সকল ছাত্র- ছাত্রীদের মাঝে "টেষ্ট মি" ড্রিংক বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ,টি,এম আমিনুল হক এবং  এস এম সি, রিজিয়নাল ম্যানেজার কাজীজাফরউদ্দিন এবং আরএসি’র পরিচালক সাজিয়া আফরিন সোমা।আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম বলেন, ‘আজকের পর থেকে এই স্কুলের সকল ছাত্রীরা ডা: শফিকুল করিম তালুকদারের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে।এবং এর জন্য তিনি আরসিএ বিশেষভাবে ধন্যবাদ জানান।