বজ্রপাতে একই পরিবারের ৪ জন নিহত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯ ১৪:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬২ বার।

চাঁদপুরের বজ্রপাতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রোববার দুপুরে চাঁদপুর তিন নদীর মিলনস্থল শহরের বড় স্টেশন মোলহেড এলাকা এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার আন্দিরপাড় গ্রামের অহিদা বেগম (৬০), তার মেয়ে রেহেনা বেগম (৩২), নাতি ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সাব্বির (১০) ও নাতনি সামিয়া (৮)।

বজ্রপাতে নিহত অহিদা বেগমের মেয়ে শাহিদা বেগম জানায়, কচুয়া উপজেলা থেকে রোববার দুপুরে পরিবার নিয়ে ডাক্তার দেখাতে চাঁদপুর শহরে আসেন তার মা অহিদা বেগম ও বোন রেহেনাসহ তার দুই সন্তান।

শাহিদা বেগম আরও জানান, ডাক্তার দেখানোর আগে তারা মেঘনা নদীতে নৌকাযোগে ঘুরতে বের হন। দুপুরে বৃষ্টি শুরু হওয়ায় তারা নৌকা থেকে নেমে নদীতীরে গাছের ছায়ায় আশ্রয় নেন।

এ সময় প্রচণ্ড বৃষ্টিপাতে পাশাপাশি বিকট শব্দে কয়েকটি বজ্রপাত হয়। এতে ওই পরিবারের ৪ সদস্য বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া জানান, স্থানীয় লোকজন বজ্রপাতে গুরুতর আহতদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। এ সময় তিনি নিহত পরিবারের স্বজনদের সান্ত্বনা জানান।

জেলা প্রশাসক জানান, নিহতদের জন্য ৩০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয় এবং তাদের বাড়িতে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করা হবে।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়েও তাদের বাঁচানো সম্ভব হয়নি। তাদের শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যাওয়ার চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।