আসামের এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র সচিব

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯ ১৫:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৭ বার।

আসামে জাতীয় নাগরিক তালিকা-এনআরসি প্রকাশকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে এক সাংবাদিক সম্মেলনে এমনটা জানান তিনি।

এনডিটিভি জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনআরসির প্রসঙ্গটি তোলেন।

দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এ নিয়ে কী কথা হয়েছে সে প্রসঙ্গে শহীদুল হক বলেন, “আমাদের বলা হয়েছে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমাদের সম্পর্ক এখন খুবই ভালো। তবে এখন আমরা চোখ খোলা রাখছি”।

এনআরসির মাধ্যমে অবৈধ নাগরিকদের শনাক্ত করে দেশ থেকে বের করে দিতে চায় ভারত। বিজেপি সরকার দাবি করে থাকে, এই সব অনুপ্রবেশকারী হচ্ছে বাংলাদেশি।

সে প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, “এই অবস্থায় আমাদের সংকট তৈরি করা উচিত নয়। আমাদের অপেক্ষা করতে হবে এবং পরিস্থিতির দিকে নজর রাখতে হবে”।

প্রসঙ্গত, ৩১ আগস্ট আসামে এনআরসি প্রকাশ করে ভারত। যে তালিকা থেকে ১৯ লোক বাদ পড়ে। এসব মানুষকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে দেশটি থেকে বের করে দেওয়া হবে বলে জানান বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।