বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ ৩টি প্রতিষ্ঠানের ৪৫ হাজার টাকা জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৮ ১৫:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫৪ বার।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি এবং বিভিন্ন পণ্যের সঙ্গে ওষুধ বিক্রির দায়ে বগুড়ার ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী মঙ্গলবার সদর ও শাজাহানপুর উপজেলায় ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা আদালতকে সহায়তা করেন।
মঙ্গলবার দুপুরে এপিবিএনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত প্রথমে বগুড়া শহরের বড়গোলা এলাকায় ‘দেশী ই-কমার্স লিমিটেড’ নামে একটি দোকানে অভিযান চালায়। সেখানে বিভিন্ন পণ্যের সাথে ওষুধ বিক্রির দায়ে ওই দোকানের ম্যানেজার মোঃ তারেক রহমানকে (২৭)  ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর আদালত শাজাহানপুর উপজেলার সাজাপুরে ‘প্রাইম কেয়ার’-এর নামে অপর একটি প্রতিষ্ঠানের ম্যানেজার আরাফাত হোসেনকে (৩৮) ৫ হাজার টাকা জরিমানা করে। সবশেষে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির অপরাধে ‘ফুড ভিলেজ মিঠাই’-এর ম্যানেজার মোঃ জাহেদুর রহমানের (৪৫) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।