জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে বগুড়ায় আলোচনা ও ইফতার

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২ ২০:২৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৫ বার।

বগুড়ায় পবিত্র রমযানুল মুবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

 মঙ্গলবার বিকেলে শহরের ফতেহ আলী ব্রীজ সংলগ্ন মসজিদে মুবারকে জেলা জমঈয়তে আহলে হাদীস এ আয়োজন করে। 

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমঈয়তে আহলে হাদীসের প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আছাদুর রহমান দুলু। 

 

জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি মাও: মো. আব্দুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম সাধারণ সম্পাদক শাইখ আবু আদেল মুহাম্মাদ হারুন হুসাইন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে শুব্বানে আহলে হাদীসের সাধারণ সম্পাদক শাইখ রবিউল ইসলাম। 

 

সংগঠনের জেলার সহ-সভাপতি আব্দুল্লাহ আহম্মদ আল মুতী মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারী শাইখ মাও: আবু নসর মো. ইয়াহইয়া।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জমঈয়তে শুব্বানে আহলে হাদীসের সভাপতি নাযির আহম্মেদ, জেলা জমঈয়তে আহলে হাদীসের সিনিয়র সহ-সভাপতি মো. মুফাত বিলাল বিন নওয়াব, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ কে এম শামছুল আলম প্রমুখ।

 

অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন মাও: মো. আহসানুল কবির। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।