একসঙ্গে অন্তঃসত্ত্বা এক হাসপাতালের একই বিভাগের ১১ স্বাস্থ্যকর্মী: রিপোর্ট
পুণ্ড্রকথা ডেস্ক
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির মিসৌরিতে এক হাসপাতালের একই বিভাগে কর্মরত একজন চিকিৎসক ও ১০ নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন! কাকতালীয় হলেও এমনই কাণ্ড ঘটেছে মিসৌরির লিবার্টি শহরে।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল অনলাইনের খবরে এই তথ্য উঠে এসেছে।
এদিকে, ঘটনাটি নেটমাধ্যমে ভাইরাল হতেই নানাজন নান মন্তব্য করছেন। অনেকেরই প্রশ্ন, “ওই হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো?”
লিবর্টির ওই হাসপাতালে নর্থল্যান্ড ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনোকোলগ বিভাগের নার্স হানা মিলার ওই ১১ জনের মধ্যে রয়েছেন। ‘গুড মর্নিং আমেরিকা’ শোয়ে তিনি জানিয়েছেন, একসঙ্গে ১১ জন অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে যা সব রসিকতা শুরু হয়েছে, সেগুলোকে অনেকেই আবার সত্যি বলে ধরে নিয়েছেন। হানার মন্তব্য, “এই ঘটনার পর আমাদের বিভাগের বহু নার্সই বলাবলি করছেন, তারা আর হাসপাতালের পানি খাবেন না। একজন নার্স তো আবার বাড়ি থেকে পানির বোতল আনতে শুরু করে দিয়েছেন।” সূত্র: ডেইলি মেইল অনলাইন