শাজাহানপুরে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২২ ২০:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৭ বার।

উপজেলা প্রশাসনের আয়োজনে বগুড়ার শাজাহানপুরে বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। 


প্রতিষ্ঠান গুলো হলো বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া ক্যান্টমেন্ট বোর্ড হাই স্কুল, মিলেনিয়াম স্কলাষ্টিক স্কুল এন্ড কলেজ, নগর জে.এম ফাজিল মাদ্রাসা এবং আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা চলকালে আকষ্মিক পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হাসান, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহকারি অধ্যাপক (অব:) আওরংগজেব, প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আল মোনাইম প্রমুখ।

 

দিন ব্যাপি প্রতিযোগিতায় ক্বেরাত, হামদ্, নাত, কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সহ মোট ১৫টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়