ধুনটে ধান চাল সংগ্রহের উদ্বোধন

ধুনট(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২২ ২০:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার ধুনট উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে  ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে ধুনট খাদ্য গুদাম চত্ত্বরে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, ধুনট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জুথি অটো রাইস মিলের পরিচালক হায়দার আলী হিন্দোল, মুক্তিয়োদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট থানার পরিদর্শক তদন্ত রাজ্জাকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, রেজাউল করিম, আফছার আলী, এমএ তারেক হেলাল, মাইদুল ইসলাম রনি, উপজেলা যুবলীগ নেতা আলিম আল রাজি বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম ও খাইরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ধুনট উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ২ হাজার ২৫৫ মেট্রিক টন এবং সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৯৪২ মেট্রিক টন। প্রতি কেজি ধান ২৮ টাকা এবং প্রতি কেজি চাল ৪০ টাকা দরে ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ করা হবে।