কবিতা: অজানা ছোঁয়া

এস এম সাদিক ইবতেশাম ( রিয়ান )
প্রকাশ: ১৫ জুন ২০২২ ২৩:০৪ ।
শিল্প ও সাহিত্য
পঠিত হয়েছে বার।

সেই ঘুম হারানো রাতে ,

লক্ষ লক্ষ তারার মাঝে , 

অনুভব করেছি তোমার সেই ছোঁয়া , 

ধূসর কালো আকাশের  মাঝে ।

প্রকৃতির সেই শূন্যতা যেন পূর্ণ হয় না , 

মাঝরাতের সেই বাতাসও যেনো কল্পনা হতে ফিরে আসতে দেয় না ।

অজানা বলে বদলে দিলাম সেই কল্পনার নাম , 

লেখক হয়ে বাড়িয়ে দিলাম তোমার ছোঁয়ার দাম

মায়াবী চোখের আকার ধারণ করে 

মুগ্ধ করলে মোর প্রাণ , 

অজানা ছোঁয়ায় বদলে দিলে 

জীবনের সেই গীতি গান।