শাজাহানপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আনন্দ র্যালী, কেক কর্তন ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তালেবুল ইসলামের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজার রহমান বাবলু, সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, জুলকার নাইম, দপ্তর সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সেলিম রহমান, উপজেলা যুবলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আলী ইমাম ইনোকী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী তারেক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, আওয়ামী লীগ নেতা লতিফুল বারী দুলু, নেছার উদ্দিন, আব্দুল বারী, গাজীউল হক, ইউসুফ হাজী, জাহাঙ্গীর আলম মন্টু, গোলাম রব্বানী, ওমর ফারুক, আবু সাঈদ বাবু, ছানাউল হক ছানা, মোমিনুল হক মুক্তা প্রমুখ।