বগুড়া রাইজিং ক্লাবের সনি সভাপতি, রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ অগাস্ট ২০২২ ২০:২৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৫ বার।

বগুড়া বৃন্দাবন পাড়ার রাইজিং ক্লাবের নির্বাচনে শাহিনুর ইসলাম সনি (তালা চাবি) ২৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এপদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাছুম রব্বানী (দেয়াল ঘড়ি) পেয়েছেন ২০২ ভোট। আর সাধারণ সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম রাজু (ফুটবল) ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এপদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ,কে,এম আনিছুজ্জামান বাবু (চেয়ার) পেয়েছেন ৩১১ ভোট।


নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, উৎসবমুখর পরিবেশে শুক্রবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৮ টা থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ক্লাব প্রাঙ্গনে ভোট গ্রহণ করা হয়। ক্লাবের ১০৩৯ জন ভোটারের মধ্যে ৮২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


নির্বাচনে সভাপতি/সাধারণ সম্পাদক ছাড়াও অনান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মোঃ মোত্তালেব হোসেন (দোয়েল পাখি), মোঃ পুটু মিয়া (আনারস), সহ-সাধারণ সম্পাদক পদে সাদ মোহাম্মদ সাহল (মই), মোঃ সোহেল আহম্মেদ (খেজুর গাছ), সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম রিমেল (টেলিভিশন), কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম (হাঁস), দপ্তর সম্পাদক পদে মোঃ তানভীর রহমান কৌশিক (মোমবাতি), নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ বাবলু সরকার (ডুগি-তবলা) নির্বাচিত হয়েছেন।


উৎসবমুখর পরিবেশে সকালে ভোট গ্রহন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল,  পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর ও নির্বাচন কমিশন এর প্রধান পরামর্শক তৌহিদুল ইসলাম বিটু, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডঃ জামাল পাশা রানা, সদস্য সচিব মাহবুবুর রহমান মাবু, সমন্বয়কারী নওসাদ -উর- রহমান নিশান, প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান সাইদ, নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল সাফী সুজন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল আলম সঞ্জুসহ ভোটার বৃন্দ ।