বগুড়ার শিবগঞ্জে আ. লীগের আয়োজনে শেখ কামালের জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল
শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অগাস্ট ২০২২ ২০:৩৫ ।
বগুড়ার খবর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় বরকতিয়া মসজিদে মৌলানা আনিছুর রহমান মিলাদ ও দোয়া পরিচলনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা. সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক.সহ-সভাপতি মোঃনাজমুল কাদের চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল আলম মাষ্টার, মোঃ ইমদাদুল হক ইমদাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুল হক দুদু, সাবেক জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ রহমান মন্জু, দেউলি ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইমলাম, মোকাতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, সহ দলীল নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লি বৃন্দ।
আরও পড়ুন