ওদের চারটি, আমাদের একটিও নেই: তামিম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ অগাস্ট ২০২২ ১০:৩১ ।
খেলাধুলা
পঠিত হয়েছে ১৯ বার।

লম্বা সময় পর জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে হারল বাংলাদেশ।  তিন ম্যাচের সিরিজে তারা ২-০তে এগিয়ে। ২০১৩ সালের পর হারল প্রথম ওয়ানডে সিরিজ।

 

 

ক্রিকেট রানের খেলা। তা বাংলাদেশকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছে জিম্বাবুয়ে। গত দুই ম্যাচে এসেছে চার সেঞ্চুরি, যার সবকটি জিম্বাবুয়ানদের ব্যাট থেকে। 

 

প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকান সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়া। দ্বিতীয় ম্যাচেও রাজা, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি; তবে কাইয়ার জায়গা নিলেন রেগিস চাকাভা। 

 

বাংলাদেশ দলের সিরিজ হারে এ চার সেঞ্চুরিই দায়ী মনে করিয়ে দিলেন তামিম ইকবাল।

 

তিনি জানালেন, ওয়ানডে সিরিজের দুই ম্যাচে জিম্বাবুয়েদের সেঞ্চুরি আছে চারটি আর বাংলাদেশের একটিও নেই।

 

ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমার মনে হয় পার্থক্যটা এখানে- ওদের চারটি সেঞ্চুরি, আমাদের নেই। এটিই বড় পার্থক্য। আজ (দ্বিতীয় ম্যাচে) ভালো একটা স্কোর গড়েছিলাম। শুরুটা ভালো হয়েছিল, কিন্তু চালিয়ে যেতে পারিনি। ছোটখাটো একটা ধসের পর মাহমুদউল্লাহ ও আফিফ ভালো করেছিল। ২৯১ রানও ভালো স্কোরই ছিল, আমার বোলিংয়ে লড়াই করার মতো কিছু পেয়েছিলাম।’

 

সব কৃতিত্ব জিম্বাবুয়েকেই দিলেন তামিম। বললেন, সব কৃতিত্ব আসলে জিম্বাবুয়ের। এ সিরিজে ওরাই আমাদের চেয়ে ভালো খেলেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের আসলে আরও ভালো খেলতে হবে। সেরাটা খেলতে হবে। এখন পর্যন্ত সেরাটা খেলিনি। এ কারণেই হেরে এমন (বাজে) পরিস্থিতিতে এখন আমরা।’