বগুড়ায় মোটরযান ড্রাইভিং ও গাড়ী রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কোর্সের সমাপনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৩ বার।

বগুড়ায় বিআরটিসি এবং সেইপ এর যৌথ উদ্যোগে সম্পূর্ণ সরকারি খরচে মোটরযান ড্রাইভিং ও গাড়ী রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কোর্সের ১১তম ব্যাচের সমাপনী ও ১২ তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার বেলা ১২ টায় বগুড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারে বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সমাপনী ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (পিএন্ডএস) মনিরুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বগুড়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম, বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার প্রশাসন ইনচার্জ মাহফুজুল আলম, ট্রেনিং ইনচার্জ ইকবাল হোসেন।

 

বক্তব্য শেষে ১১ তম ব্যাচের সমাপনী প্রশিক্ষণার্থীদের ক্রেস ও সার্টিফিকেট বিতরন করা হয়।