রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার শুরুতেই সিরাজগঞ্জকে হারালো বগুড়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ ১৩:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৩ বার।

বগুড়ায় রাজশাহী রেঞ্জ পুলিশের আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পুলিশ লাইন্স মাঠে এর শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। 

এবার রাজশাহী রেঞ্জ পুলিশ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতায়  ৮ টি দল অংশগ্রহণ করেছে। এরমধ্যে গতবছরের চ্যাম্পিয়ন বগুড়াসহ সিরাজগঞ্জ,রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট,নওগাঁ ও আর.আর.এফ রাজশাহী পুলিশের ফুটবল দল রয়েছে। প্রতিটি পর্বে নকআউট  পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে৷ 

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে বগুড়া জেলা পুলিশ বনাম সিরাজগঞ্জ জেলা পুলিশ। এতে বগুড়া জেলা পুলিশ ৭-০ গোলে সিরাজগঞ্জকে পরাজিত করেছে। 

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, গত বছর করোনার স্থবিরতার পরে এই রাজশাহী রেঞ্জ ফুটবল খেলার মধ্যে দিয়েই বগুড়ার ক্রীড়াঙ্গনে জাগরণ তৈরি হয়েছিল। আমাদের পুলিশ সদস্যদের দলবদ্ধ ভাবে সব জায়গায় সব পরিবেশে কাজ করতে হবে। খেলাধুলার মূল চেতনাই হচ্ছে ভালো কিছু করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া৷ 

 

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলানা আক্তার,  সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী ও জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা উপস্থিত ছিলেন

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার রেফারি মমিন জুয়েল,শফিকুল ইসলাম বাবু,খান আব্দুল্লাহ ও এমএ লিটন এই ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছেন।