বগুড়ায় পিকআপের ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২ ১৭:০৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩৩ বার।

বগুড়ার নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় লোপা খাতুন (৪০) নামে এক অটোভ্যান যাত্রীর নিহত হয়েছে। সে নন্দীগ্রাম পৌর এলাকার মাঝ গ্রামের ফিরোজ আল মামুনের স্ত্রী।

 

গত রবিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার (কাথম-কালীগঞ্জ) আঞ্চলিক সড়কের দলগাছা মাদ্রাসা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত লোপা নন্দীগ্রাম থেকে অটোভ্যান যোগে তার বাবার বাড়ি উপজেলার ভাটরা গ্রামে উদ্দেশ্যে রওনা হয়।  অটোভ্যানটি দলগাছা মাদ্রাসা সংলগ্ন এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানে ধাক্কাদের।

 

এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৪ নভেম্বর) ভোররাতে তার মৃত্যু হয়।

 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আনোয়ার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।