বগুড়ায় হেরোইনসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২ ১৭:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৭ বার।

বগুড়ায় হেরোইনসহ জিবরনী শেখ(২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিবরনী নাটোরের মল্লিক হাতি এলাকার আফসার আলীর ছেলে। 

 

 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনহ জিবরনী নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।