টিএমএসএস’র উদ্যোগে বিনামূল্যে ৫টি অটোভ্যান বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২ ১৭:৪০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় বিষমুক্ত নিরাপদ সবজি বাড়ী বাড়ী পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করেছে টিএমএসএস কর্তৃক বাস্তবায়নকৃত পেইজ (পিএসিই) প্রকল্প।

মোবাইল করলেই পৌঁছে যাবে নিরাপদ সবজি। ৫টি অটোভ্যানে করে সবজি বিক্রেতারা শহরে এই সবজি বিক্রয় করবেন। প্রতিটি অটোভ্যানে মোবাইল নাম্বার ও সবজি বিক্রেতার নামসহ দেওয়া আছে।

 বৃহস্পতিবার বগুড়ায় ফাউন্ডেশন অফিসে টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ভ্রাম্যমাণ সবজির দোকান পরিচালনার জন্য ৫ জন চালকের হাতে নতুন অটোভ্যান গাড়ী হস্তান্তর করেন।

 

৩ লক্ষ টাকার ৫টি অটোভ্যান বিনামূল্যে বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় টিএমএসএস এই প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের অধীন ইতিপূর্বে বগুড়ায় ৮ হাজার সবজি চাষীকে বিষমুক্ত নিরাপদ সবজি চাষে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এখন তারা নিরাপদ সবজি উৎপাদন করছে। উৎপাদিত এই সব শাক-সবজি বিপণন এর জন্য সবজি বিক্রেতা উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে এই অটোভ্যান প্রদান করা হয়।

 

উক্ত অটোভ্যান বিতরণ অনুষ্ঠানে টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান, এই প্রকল্পের কর্মকর্তাবৃন্দসহ টিএমএসএস’র বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় টিএমএসএস নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম বলেন, সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে নিশ্চিতভাবে নিজের উন্নয়ন হবে। সেই সাথে দেশ ও জনগণের সেবা করা হবে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী ও টিএমএসএস’র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস।