দুই বৈমানিক নিরাপদ ও সুস্থ আছেন

বগুড়ায় প্রশিক্ষণ বিমানের জরুরী অবতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ ১৯:০১ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৬৬ বার।

বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বগুড়া বিমান বন্দর থেকে উড্ডয়নের পর পরই যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে পাশে কদমতলী গ্রামে একটি আলুর ক্ষেতে জরুরী অবতরণ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানের ভেতরে থাকা দুই বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মাহবু এবং স্কোয়াড্রন লীডার হালিমুর নিরাপদ ও সুস্থ আছেন।

 

আইএসপিআরের সহকারি পরিচালক মোঃ নূর ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়ার এরুলিয়া বিমান বন্দরে অবস্থিত বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুল হতে মঙ্গলবার সকাল ১০টা ৩৪ মিনিটে পিটি-৬ নামে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন শুরু করে। বৈমানিক ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মাহবুব এবং স্কোয়াড্রন লিডার হালিমুর। তবে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের পরেই ১০টা ৩৫ মিনিটে ওই বিমানটি বিমান বন্দর সংলগ্ন এলাকায় জরুরী অবতরণ করে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় পতিত প্রশিক্ষণ বিমানটি বিমান বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে মেরামতযোগ্য।