নওগাঁয় আমবাগান থেকে ব্যাগে জড়ানো ১৮টি ককটেল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৩ ১৮:১২ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর মান্দায় পরিত্যক্ত অবস্থায় একটি আমবাগান থেকে ব্যাগে জড়ানো ১৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চবিদ্যালয় এলাকার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। বর্তমানে ককটেল গুলো একটিপানির বালতিতে ডুবিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন মঙ্গলবার সকালে বাগানের ভিতর একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগে জড়ানো অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

ওসি আরও বলেন, ককটেলগুলো প্রাথমিকভাবে তাজা মনে হওয়ায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার ককটেলগুলো পরীক্ষা করবেন। তবে কী উদ্দেশ্যে এবং কারা ককটেলগুলো নিয়ে এসে আমবাগানে মজুত করা হয়েছিল তা নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে ধারনা করা হচ্ছে এলাকায় নাশকতা চালানোর জন্যই দূবৃত্তরা সেখানে ককটেল গুলো মজুত করে থাকতে পারে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।