বগুড়ায় জামিল মাদ্রাসার সীমানা প্রাচীরের দেয়াল ধসে নৈশপ্রহরী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩ ১৫:২৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৫১ বার।

বগুড়ায় মাদ্রাসার সীমানা প্রাচীরের দেয়াল ধসে প্রতিষ্ঠানের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে শহরের চকফরিদ এলাকায় জামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এসময় আরও চারজন আহত হন। 

 

নিহত ব্যক্তির নাম আয়নুল হক(৫৫)। তিনি সিরাজগঞ্জ সদরের চরনান্দিনা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় এক মাস ধরে জামিল মাদ্রাসায় দক্ষিণ গেইটে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন। 

 

এসব তথ্য নিশ্চিত করেছেন বনানী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম। 

 

তারিকুল ইসলাম জানান, মাদ্রাসার দক্ষিণ-পশ্চিম পাশের এই সীমানা প্রাচীরটি কয়েক মাস ধরে হেলে পড়েছিল। শুক্রবার দুপুর দেয়ালটি ধসে পড়ে। এতে সেখানে থাকা আইনুল দেয়ালের নিচে চাপা পড়ে৷  পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় একই সাথে সেখানে জামিল মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীসহ চারজন আহন হন। তারা বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

 

মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম বলেন, 'ওই দেয়াল টপকিয়ে অনেকেই মাদ্রাসার ভিতরে আসে। আমরা অনেকবার নিষেধও করেছি। আজকেও হয়তো কেউ আসার চেষ্টা করেছে। তাই দেয়ালটা ভেঙে পড়েছে।'

 

ইন্সপেক্টর তারিকুল বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।