শাজাহানপুরে মৎস্যচাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৩ ২০:০৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

 রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার শাজাহানপুরে প্রদর্শনী  মৎস্য খামার চাষীদের মাঝে উপকরণ হিসেবে মাছের পোনা, খাদ্য, সরিষার খৈল, ইউরিয়া ও টিএসপি সার এবং চুন বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার  উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী।

 

 অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান, থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীসহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, প্রদর্শনী খামারের মৎস্য চাষীগণ। প্রদর্শনী  খামারীদের প্রত্যেককে ২০ হাজার মাছের পোনা, ৩২০ কেজি খাদ্য, ২২২ কেজি সরিষার খৈল, ৯০ কেজি ইউরিয়া সার, ৯০ কেজি টিএসপি সার ও ১০০ কেজি চুন দেওয়া হয়েছে।